বদল হবে ,বদলা ও হবে : চা চক্রে মিলিত হয়ে হুঁশিয়ারী বিজেপি নেতা রাজু বন্দ‍্যোপাধ‍্যায় এর

13th December 2020 2:08 pm বাঁকুড়া
বদল হবে ,বদলা ও হবে : চা চক্রে মিলিত হয়ে হুঁশিয়ারী বিজেপি নেতা রাজু বন্দ‍্যোপাধ‍্যায় এর


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   পশ্চিমবঙ্গে বদল হবে বদলাও হবে । বাঁকুড়ায় এসে হুঁশিয়ারি রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের । বাঁকুড়া শহরের লালবাজারে বিজেপির দলীয় কর্মীদের সাথে চায় পে চর্চা যোগ দেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন , পশ্চিমবঙ্গে বদল হবে বদলাও হবে । বিজেপি কার্যকর্তাদের খুন করা হচ্ছে কিন্তু পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা ক্ষমতায় এলে এই পুলিশদের দিয়ে দোষীদের এনকাউন্টার করাবো । পুলিশকে আক্রমণ করে তিনি বলেন , তৃণমূলের হয়ে যারা কাটমানি খাচ্ছে পুলিশের পবিত্র ঊর্ধিটাকে কালিমালিপ্ত করেছে যত বড় আইপিএস আইএএস অফিসার হন আপনার ওই ঊর্ধি আমরা খুলে নেব ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , উনি একজন ভাল খেলোয়াড় দুই নৌকায় পা দিয়ে চলা যায় না । পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হলে একমাত্র বিজেপি করতে পারবে তাই আমাদের দরজা সর্বদায় খোলা রয়েছে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।